প্রকাশিত: Thu, May 18, 2023 3:06 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM

সব পক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ

দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে, ভুল করলে পরিণাম হবে ভয়াবহ: জি এম কাদের



সালেহ্ বিপ্লব: বৃহস্পতিবার দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টির সংসদ সদস্যদের এক যৌথ সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন। 

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি হযবরল হতে পারে। রাজনীতির মাঠে কী হয় আমরা কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও বিরোধী শিবিরের সবাই ঝুঁকিতে আছেন। তাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না তারাই বিপদগ্রস্ত হবে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিণতি হবে। তিনি বলেন, জনগণের সামনে আমাদের রাজনীতি পরিস্কার করতে চাই। আমরা কোন দলের বি-টিম নই। নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সঠিক রাজনীতি দিতে হবে। নির্বাচনের মাঠে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করার শক্তি কারো নেই। 

তিনি বলেন, আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের এক মেয়র প্রার্থী ঘোষণা করেছেন; তিনি কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। পাশাপাশি কোন প্রার্থী কত ভোট পাবেন তিনিও সেটি বলে বেড়াচ্ছেন। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীরা শেষ পর্যন্ত লড়াই করবে। আমরা জয়ী হতেই নির্বাচন করবো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সিটি নির্বাচনে আমাদের প্রার্থীরা ভালো ফলাফল করবেন। 

জি এম কাদের বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া